পত্রিকা – মরমী বাণী সমূহ

1.
মুহাম্মদই ধর্ম, ধর্মই মুহাম্মদ। মুহাম্মদ হওয়াই মুক্তি লাভ এবং মুহাম্মদই সর্বত্র বিরাজমান।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

2.
গভীর অন্তদৃষ্টি দিয়ে তুমি তোমাকে দেখো। যদি হাকিকত লাভে সমর্থ হও, তবে জানতে পারবে তুমিই সেই।
– হযরত খাজা হিমেল শাহ চিশতী নিজামী

3.
আলিফ লাম মীম তিনেরী ভেদ, রেখেছেন সাই গোপন করে
চিনগা মুর্শিদ ধরে রে মন, জানগা মুর্শিদ ধরে।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

4.
জানো কি জামী! সমস্ত জগতের প্রাণ হলো মোহাম্মদ (স)। আর মোহাম্মদ (সা) এর প্রাণ হলো হুসাইন বিন আলী (আ)।
– আল্লামা আবদুর রহমান জামী (র)

5.
যারা নিজেদের অন্তর সাজাতে ব্যাস্ত, বাহিরের সাজ তাদের ঠিক থাকে না।
– হযরত বায়েজিদ বোস্তামী (র)

6.
ইহজিবনে যারা আল্লাহ ছাড়া অন্য বস্তুর প্রতি মোহগ্রস্ত হয়ে আছে, মৃত্যুকালে তাদের দুঃখ ও আফসোস ছাড়া কিছুই করার থাকবে না।
– মাওলানা জালালউদ্দিন রুমী (র)

7.
হে প্রিয় বৎস, তোমার ওপর যদি মুর্শিদের ছায়া না থাকে, তবে শয়তানের ওছওয়াছা তোমাকে সর্বদা অস্থির করে রাখবে।
– হযরত গাওসে পাক আব্দুল কাদির জিলানী (র)

8.
তোমার অন্তরকে সংশোধিত ও পরিশুদ্ধ করো। অবশ্যই প্রতি নিঃশ্বাসে তোমার সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটবে।
– হযরত গাওসে পাক আব্দুল কাদির জিলানী (র)

9.
কাবা নির্মিত হয়েছে পাথর ও পানি দিয়ে। আর আল্লাহ প্রেমিকদের হৃদয় জাগ্রত হয় আল্লাহর নূরের তাজাল্লিয়াত দিয়ে।
– মাওলানা জালালউদ্দিন রুমী (র)

10.
বংশ দিয়ে কিছু হয় না। আপনার কর্ম সাধনাই আপনাকে চিরমুক্তির দরজায় পৌঁছে দিবে।
– হযরত ইমাম জাফর আস সাদিক (র)

11.
আমার যা কিছু নিজস্ব গৌরব, সবি আমি মুছে ফেলেছি। তবে কিছু আল্লাহ প্রদত্ত গৌরব, যা আপনা হতেই প্রতিভাত হয়। তাকে অহঙ্কার বলা চলে না।
– হযরত ইমাম জাফর আস সাদিক (র)

12.
সেই আল্লাহর নৈকট্য লাভ করে, যে অন্যায় করার আগেই পাপের কথা ভেবে নিবৃত্ত হয়।
– হযরত ইমাম জাফর আস সাদিক (র)

13.
নফসের হাতের পুতুল হয়ো না। তাহলে জাহান্নাম হবে তোমার অনন্ত আবাস।
– হযরত ইমাম জাফর আস সাদিক (র)

14.
ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও। কারণ, সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না।
– হযরত শামস তাবরীজি (র)

15.
আত্মশুদ্ধি ও আত্মপরিচয়ের মাধ্যমে যিনি আল্লাহকে চিনেছেন, তিনিই মুমিন।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

আপন খবর

সর্বশেষ পোস্টসমূহ :