ব্লগ – দেহ জমিন পতিত রইলো

গোলাম রাশেদ

দেহ জমিন পতিত রইলো হলো না তার যতন
করলে যতন মনের মতো ফলতো সেথায় রতন।

এমন সোনার জমিন পেয়ে চাষ করলি না চাষা
ওরে অবুঝ চাষি শেষে হবে তোর যে দুর্দশা।

গুরুর কাছে মন্ত্র নিয়ে আবাদ শুরু করো
লাঙল জোয়াল সিদ্ধ করে জমিতে চাষ ধরো।

দেহের মাঝে চাষের বলদ রিপু হয় ছয়জনা
গুরু নামের মন্ত্র নিয়ে সিদ্ধ করে নাও না।

দশ ইন্দ্রিয় বশ করে হও জিতেন্দ্রিয় আগে
প্রেমের কৃষাণ হয়ে জমিন চষো অনুরাগে।

মাসে মাসে জোয়ার এসে উর্বর হয় তার মাটি
পঞ্চ ধাতু ঠিক থাকিলে বীজ হবে রে খাঁটি।

উর্বর জমি করিলে চাষ ফসল ফলে ভালো
সারাবছর আবাদ করে দেখে সুখের আলো।

উর্বরতা নষ্ট হলে বিফলে যায় আশা
জমির পরে বাঁধে এসে ইঁদুর কাকে বাসা।

গুরুর কাছে সময় জেনে জমিন করো ভাই চাষ
সোনার ফসল ফলবে সুখে রবে বারো গো মাস।

আপন খবর

সর্বশেষ পোস্টসমূহ :