লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
হৃদয় অন্দরে জাগে যে তৃষা
পাইতে তোমারে প্রভু আপন করে,
এ তৃষা মহাকালের থাকিবে সতত
এ শাশ্বত চাওয়া শুধু পাইতে তোমারে।
2.
আমারে ত্যাজি আমি তোমায় পেলাম
তোমাময় হয়েছি প্রভু তোমায় পেয়ে,
আমার আমিত্বে আমি ফিরিবো না আর
তোমাতেই রহিবো সদা নিমগ্ন হয়ে।
3.
আপনাকে চিনিতে যবে জাগিবে বাসনা
অনন্ত অমৃত স্বাদ, আনিবে সে সুধা,
আপনারে পাইতে আপন হৃদয় গহীনে
বহিবে প্রেমবারি, নিবাড়ী ক্ষুধা।
4.
তব চিত্তে নিতি জমা হয় যত
সংস্কার এর পর্বত,
নিয়ত যতনে সেসব মুছো অবিরত
রহিতে নব-প্রাণ সতত।
5.
পথের খোঁজেতে কভু হাটিবো না আর
তোমারে পাইতে প্রভু একান্তে আমার,
আমি পেয়েছি মহান প্রেমপথ খুঁজে
এ পথেই পাইবো দীদার তোমার।
6.
যে প্রাণ লভিয়াছে প্রেমের সুঘ্রাণ
প্রেম হতে সে কি আর কভূ তৃপ্ত হয়?
যে জ্ঞানী দন্ডায়মান জ্ঞানে দুয়ারে
জ্ঞান হতে সেও তৃপ্ত হবে না নিশ্চয়।
7.
কূলহীন এ অনন্ত মহাপ্রেম মাঝে
হারাও নিজেরে হে পরম প্রেমিক,
খোদায়ী প্রেম সেতো, অকূল দরিয়া
এ প্রেমও পথে হাটে সদা প্রভুর পথিক।
8.
সামান্য জগত আমার আমিত্বে ঘেরা
জন্ম-মৃত্যু, জড়া-ব্যাধি অনিত্য অপরা,
এ আমিত্ব ত্যাজিয়া যদি যাই লা মাকানে
পাব দয়াময়ের নিত্যধাম, প্রেমানন্দে ভরা।
9.
এ প্রেম অনন্তের, এ হারাবে না কভূ
মহাকালের বুকে এ প্রেম রহিবে সদায়,
হাজার জন্ম মৃত্যু আসুক এ প্রেম কাননে
এ প্রাণ তেমনি রবে, প্রেমে তোমাময়।
10.
ভয় প্রেমিক যেজন, দয়ালেরও তরে
দয়াময়ের প্রেমানলে দেয় আত্মহুতি,
সেই তো জগৎ মাঝে, মহৎ মহান
তাহারই তরে জাগে বিভূর বিভূতি।
লেখক – লাবিব মাহফুজ চিশতী