আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – অন্ধভাবেই কাটলো জিবন

লাবিব মাহফুজ

অন্ধভাবেই কাটলো জিবন
চক্ষু মেলে চাইলাম না,
দয়াল যে মোর কত কাছে
দেখেও তাঁরে দেখলাম না।

আপছোছে কয় পরোয়ারদেগার
চক্ষু খোলো আমি কাছেই তোমার
আত্মারও আত্মীয় অপার
মন দরজা খুলো না।

পূর্ব পশ্চিম সব দিকে খোদা
উপর নিচে থাকে সদা
আমার অস্তিত্বে মিশে সর্বদা
তবু নয়ন পর্দা উঠলো না।

অধম লাবিব বলে চক্ষু মেলে
দেখো খোদার আসনও দিলে
সব পাবে সে ধন পাইলে
চেষ্টা সাধনা করো না।

রচনাকাল – 26/02/2013

More Posts

সাবস্ক্রাইব করুন